মূল পাতা মুসলিম বিশ্ব সম্পর্ক জোরদারে করতে পাকিস্তান সফরে এরদোগান
মুসলিম বিশ্ব ডেস্ক 13 February, 2025 12:18 PM
দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে অবতরণের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
তুরস্কের আনাদোলু এজেন্সি জানায়, প্রেসিডেন্ট এরদোগান সঙ্গে তার স্ত্রী, তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট এরদোয়ান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সফরের মূল অংশ হিসেবে পাকিস্তান-তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের (এইচএলএসসিসি) সপ্তম বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট এরদোগান ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
বৈঠকের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। দুই নেতা এক যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য দেবেন।
তুরস্কের প্রেসিডেন্ট পৃথকভাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তুরস্কের প্রেসিডেন্ট পাকিস্তান-তুরস্ক বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামেও ভাষণ দেবেন। এতে উভয় দেশের শীর্ষ বিনিয়োগকারী, কর্পোরেট সংস্থা ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।
গত রোববার এশিয়ার তিন দেশে সফর শুরু করেন এরদোয়ান। শুরুতে মালয়েশিয়া, পরে ইন্দোনেশিয়া সফর শেষে বুধবার রাতে পাকিস্তানে পৌঁছান এরদোগান।